বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও স্লোগান নিয়ে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়।

এ সময় ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণের বাজার সিন্ডিকেট ভাঙ্গা, বিএডিসিকে সচল ও শস্যবীমা চালু, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীকি বন্ধ, ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালু, যশোরের পানিসারাতে ফুল গবেষণা প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও সবজি চাষিদের জন্য হিমাগার বাস্তবায়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান হিরোর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আব্দুর রহিম, অভিমন্যু মন্ডল, সাধারণ সম্পাদক এহসানুল হক সিয়াম, গোলাম মোস্তফা মন্টু, ঝিকরগাছা থানার সভাপতি ফশিয়ার রহমান প্রমুখ।

Share.
Exit mobile version