বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের ফলপট্টি এলাকার সুলতানা খালেদা সিদ্দিকা হত্যা মামলায় দত্তক ছেলে শেখ শামস বিনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশীট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জাহাঙ্গীর আলম। শেখ শামস বিন আরএন রোডের মৃত শেখ শাহাজাহান রহমানের পালিত ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, শেখ শাহাজাহান নিঃসন্তান হওয়ায় তিন মাস বয়সী শামস বিনকে দত্তক নিয়ে ছেলে হিসেবে লালন পালন করেন। শামস ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। শাহাজাহানের মৃত্যুর পর শামস আরএন রোড ফলপট্টির বাসায় তার মা সুলতানা খালেদা সিদ্দিকার সাথে থাকত।

পরবর্তীতে শামস মাদকাসক্ত হয়ে পড়ে। শামস তার মায়ের কথা শুনতোনা। নিজের খেয়াল খুশিমত চলাফেরা করত। চলতি বছরের ২৪ মে শামস তার মায়ে কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শামস তার মাকে মারপিট রক্তাক্ত যখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে সুলতানা খালেদা সিদ্দিকা মারা যায়।

এদিন দুপুরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশ সংবাদ দিলে সুলতানা খালেদার লাশ উদ্ধার ও শামস বিনকে আটক করে। এ ঘটনায় খালেদার ভাতিজা জুবায়ের তানভীর সিদ্দিকী জয় বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে হত্যার সাথে জড়িত থাকায় দত্তক ছেলে শামস বিনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত শামস বিনকে আটক দেখানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version