বাংলার ভোর প্রতিবেদক
নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, শিশু সাদিয়া হত্যার বিচার এবং ভালুকায় দিপু দাস হত্যাসহ বিভিন্ন অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সাথে তারা প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানটে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতা-কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভালুকায় সংগঠিত দিপু দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। নির্মমভাবে শিশু সাদিয়া হত্যার ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করা হয় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানটে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এই ধরনের অগণতান্ত্রিক ও স্বাধীনতাবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। শরীফ ওসমান হাদী হত্যার বিষয়েও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের আটকের দাবি জানানো হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ যশোর জেলার সদস্য সচিব কমরেড হাসানুর রহমান এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন .. ..

শহীদ হাদি স্মরণে যশোরে যুবশক্তির শোকসভা

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাসদ নেতা মো. আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল চক্রান্ত করছে। তারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম। সমাবেশ শেষে যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে।

Share.
Exit mobile version