বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতোয়ালি মডেল থানার চাঞ্চল্যকর একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দুজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, শানতলা গ্রামের মানিক কুমার (৫২) এবং মুক্ত কুমার (৩৫)।

বুধবার সকালে র‌্যাব-৬, যশোররের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পালবাড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতবছরের ২৩ ফেব্রুয়ারি সদরের চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া-দাওয়া নিয়ে নিহত চয়ন দাসের ছেলে ও তার বন্ধুদের সাথে আসামিপক্ষের তর্কাতর্কি হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি আসামিরা পূর্ব শত্রুতার জেরে ঝিকরগাছা থানাধীন মল্লিকপুর এলাকায় চয়ন দাসের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালালে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হন। পরে ২৫ ফেব্রুয়ারি চয়ন দাস এবং তার অন্য বন্ধুরা আহত বন্ধুদের হাসপাতাল থেকে দেখে ফেরার পথে শহরতলীর শানতলা পেপসি কোম্পানির প্রথম গেটের সামনে পৌঁছালে আটক আসামিরাসহ অন্যান্য আসামিরা চয়ন দাস ও তার বন্ধুদের ওপর পুনরায় আক্রমণ করে। এই হামলায় চয়ন দাস গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহত চয়ন দাসের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬, যশোর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version