বাংলার ভোর প্রতিবেদক

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। বুধবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা খাতুন প্রমুখ।

মেলায় স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উৎসাহিত করেন অতিথিরা।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বিজ্ঞান মনস্ক জাতি গঠনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা বিজ্ঞান মনস্ক জাতি গঠনের বিষয় বলছি। কারণ বড় উদাহরণ আমাদের চোখের সামনে। ভারত পাকিস্তান যুদ্ধের পর আমরা বুঝতে পারছি বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। কাজেই আমাদের বিজ্ঞান চর্চা চালিয়ে যেতে হবে।

১৪ ও ১৫ মে এই দুই দিনব্যাপি বিজ্ঞান মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩০টি স্টলে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করবে।

Share.
Exit mobile version