বাঘারপাড়া সংবাদদাতা

মাদরাসা শিক্ষায় আরবি ও ইংরেজি ভাষা শিক্ষার উপর অধিকতর গুরুত্ব দেয়ার আহবান জানানোর মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়ার জাফরীয়া ‘জীবন্ত কুরআন বহুমুখী আদর্শ মাদরাসা’ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

১৮ জুলাই রাতে ধর্ম উপদেষ্টার সম্মানে বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে অবস্থিত জাফরীয়া জিবন্ত কুরআন আদর্শ মাদরাসায় অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ও সুপ্রীম কোর্টের আইনজীবী গাজী এনামুল হক।

স্বাগত বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা ইলিয়াস হুসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোরর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এবং সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা মাদরাসা শিক্ষার বিভিন্ন সুফল ও বতর্মান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ভালো আরবি ও ভালো ইংরেজি জানলে সমগ্র পৃথিবীতে দাম পাওয়া যাবে। দাখিল পাস করে কলেজে চলে যায়। মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের পার্থক্য বোঝা যায় না। তিনি উদাহরণ স্বরূপ কলিকাতা আলিয়া মাদরাসা ও দেশের বিভিন্ন মাদরাসার বতর্মান পরিবেশ তুলে ধরেন।

পরিশেষে তিনি মাদরাসা সংলগ্ন মসজিদে ইব্রাহিম (আ.) এর ছাদ নির্মানে সহযোগিতার ঘোষণা দেন।

Share.
Exit mobile version