বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ২৪ সালের গণআন্দোলনে আহত ৬৬ জনের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ কার্ড বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সিভিল সার্জন মাসুদ রানা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।

সিভিল সার্জন মাসুদ রানা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন যশোরের বাসিন্দা সরকারি ওয়েব সাইটে আবেদন করে। জেলার যাচাই বাছাই কমিটি ৮৪ জনের তালিকা দিয়েছে। ওয়েব সাইটের জটিলতার কারণে বাকি কয়েকজনকে যুক্ত করা যায়নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৬ জনকে জুলাই যোদ্ধার স্বাস্থ্য কার্ড দেয়া হলো। এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে তারা সহজে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version