বাংলার ভোর প্রতিবেদক
‘দেশীয় লাইট ইঞ্জিয়ারিং পণ্য ব্যবহার করি, স্বনির্ভর দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে যশোরে দুই দিনব্যাপী লাইট ইঞ্জিয়ারিং পণ্য মেলার উদ্বোধন হয়েছে। বুধবার শহরের আরএন রোডে নতুন বাজার সংলগ্ন পৌরসভা মার্কেট প্রাঙ্গণে এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ইঞ্জিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখা।

দুই দিনব্যাপি এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। মেলা চলবে ৫ ডিসেম্বর বিকেল পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ‘ভৌগলিক অবস্থানের দিক থেকে যশোর খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে সড়ক, নৌ ও আকাশপথে যাতায়ত ব্যবস্থা উন্নত থাকায় যশোর ব্যবসায়ীক কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠছে। শিল্প খাতেও যশোর অনেক এগিয়ে আছে। তবে দেশের মোট চাহিদার ১৫ থেকে ২০ শতাংশ আমারা উৎপাদন করতে পারছি। বাকী ৮০ শতাংশ আমদানি নির্ভার। তাই লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।

একই সাথে দেশের চাহিদা না মেটানো পর্যন্ত পণ্য রপ্তানির চিন্তা করা যাবে না। লাইট ইঞ্জিনিয়ারিং সহ সকল শিল্পখাতে উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।

আলোচনা সভায় বক্তারা যশোরে একটি শিল্প পার্ক গড়ে তোলার জন্য সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোরের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রবৃদ্ধির টিম লিডার মার্কস এমএস, কলকারখানা অধিদপ্তর ও পরিদর্শন যশোরের উপপরিদর্শক আরিফুল ইসলাম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোরের উপদেষ্টা কাজী কাদের অমিয়, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, সিনিয়র সহসভাপতি সিরাজ খান মিন্টু ও সামিটের প্রতিনিধি জাকারিয়া হাসান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ। আলোচনা সভা শেষে উন্নত ৬টি পণ্যের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক। মেলায় মোট ৫২টি স্টল করেছেন উদ্যোক্তরা।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version