বাংলার ভোর প্রতিবেদক
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে তেভাগা আন্দোলনের প্রবাদ পুরুষ, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি।
শুক্রবার দুপুর ১২ টায় প্রথম দিনের কর্মসূচি শুরুরর পর দুপুর আড়াইটায় বাকড়ীর অমল সেনের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস, কঙ্কন পাঠক সহ স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ সমাধিতে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে নজরুল ইসলাম ফিরোজ, নাজিমউদ্দিন, তসলিম উর রহমান, সখিনা বেগম দিপ্তি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের পক্ষে শ্রমিক নেতা নাজিমউদ্দিন, শেখ নূর আলম, জাতীয় কৃষক খেতমজুর সমিতির পক্ষে তসলিম উর রহমান, মিজানুর রহমান, নারী মুক্তি পরিষদের পক্ষে সখিনা বেগম দিপ্তি, বিথিকা বিশ্বাস, ভারতি বিশ্বাস, বিপ্লবী যুব মৈত্রীর পক্ষে শেখ আলাউদ্দিন, মন্জুরুল আলম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির পক্ষে বিপুল বিশ্বাস, চৈতন্য পাল, নূর আলম, নড়াইল জেলা কমিটির পক্ষে জহুরুল হক, শৈলেন গোষ্মামি, সুমন্ত অধিকারী, অজিত দাস, মাগুরা জেলা কমিটির পক্ষে নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা কমিটির পক্ষে নজরুল ইসলাম, সদস্য রাজ্জাক রাজা, বুলবুলি বেগম, আব্দুল মান্নান, বাঘারপাড়া উপজেলা কমিটির পক্ষে কমরেড বিপুল বিশ্বাস, কমরেড বিথিকা বিশ্বাস, কমরেড মলয় লস্কর, অভয়নগর উপজেলা কমিটির পক্ষে নূর আলম, সাধন বিশ্বাস, মণিরামপুর উপজেলা কমিটির পক্ষে সিরাজুল ইসলাম, বাবর আলী, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা কমিটির পক্ষে শিমুল মন্ডল এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
পরে স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড বিপুল বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভা ও তেভাগা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক রসিক লাল ঘোষ, নিরোদ বিহারী লস্কর, শিক্ষা খাতে অবদানের জন্য নারায়ণ চন্দ্র পাঠক, তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক বীরেন বৈরাগীকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
