বাংলার ভোর প্রতিবেদক

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর অন্যতম অংঙ্গ প্রতিষ্ঠান ইউণিক সিমেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ঢালাই স্পেশাল সিমেন্ট এর উদ্যোগে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

“নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি” শ্লোগানে রবিবার দুপুরে ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত কর্মশালায় যশোর জেলার কিছু সংখ্যক গৃহ মালিক এবং ডেভেলপার মালিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এ.জি.এম বিদ্যুৎ কুমার বনিক স্থাপনা নির্মাণে অধিক সতর্ক থাকতে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

ঢালাই স্পেশাল সিমেন্টের ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) মোঃ জিয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় ঢালাই স্পেশাল সিমেন্ট এর ম্যানেজার মো: মনিরুজ্জামান এবং ইঞ্জিনিয়ার মোঃ ওমর ফারুক। মেসার্স হিরা ইন্টারপ্রাইজ এবং মেসার্স মাইনুল এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মোহাম্মদ মাসুম বিল্লাহ মোঃ পলাশ মোঃ মহিবুল্লাহ আলী হোসেনসহ অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্থাপনা নির্মাণে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের উপরে গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া জানানো হয়, ঢালাই স্পেশাল সিমেন্ট দেশের প্রথম আর ক্যাটাগরির (শক্তি দায়ক) সিমেন্ট। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা ও শক্তি দিয়ে থাকে। ফলে এই সিমেন্ট ব্যবহারে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ করা যায়, এতে সময় সাশ্রয়ী হয়ে থাকে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version