চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ পুড়াপাড়া ক্লাবপাড়া এলাকার কৃষক সাগর হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত থাকায় শিশুটি বাইরে খেলা করছিল। পরে সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে আলিফকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইমরান হুসাইন বলেন, শিশুটি হাসপাতালে নেয়ার আগেই মারা গেছে। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version