বাংলার ভোর প্রতিবেদক
যশোরের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পৃথিবী ও কলা বিপ্লব দিবস। ১৬ জানুয়ারি সামাজিক সচেতন সংস্থার আয়োজনে মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ঈদগা মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে কেক কেটে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে পৃথিবী ও কলা বিপ্লব দিবসের আবিষ্কারক ও নিউজিল্যান্ডের নাগরিক মাইকেল তরুণের বার্তা পাঠ করা হয়। বার্তায় তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতি, মানুষ ও জীবজগতের প্রতি দায়িত্বশীল হতে হবে। হিংসা পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম একটি হিংসামুক্ত ও বাসযোগ্য পৃথিবী পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম আর মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক সচেতন সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন এবং নির্বাহী সদস্য কাজী সায়েম, রায়হান হোসেন, আওয়াল হোসেন, রহমান সোহান, টনি হোসেন, আসাদুর রহমান আসাদ, ডা. কামাল হোসেন ও মিজানুর রহমান।

সামাজিক ও সংবাদমাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় আর্ট মাদার অ্যাণ্ড আর্থ ফাউণ্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম আর মাসুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের সদস্য উপ-পরিদর্শক মফিজুল ইসলাম পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share.
Exit mobile version