বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর সদর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী। বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম।

পৌর জাতীয় পার্টির আহবায়ক জি এম আবু মুছার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মনিরুজ্জামান হিরন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী মোল্যা, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আবু সিদ্দিকি ঝন্টু, পৌর জাতীয় পার্টির নেতা লাল মোহাম্মদ, মহিউদ্দীন বাবু, আবুল কাশেম, জয়নাল আবেদিন, মিজানুর রহমান মুকুল, আব্দুর রশিদ, রাসেল আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শেখ মুকুল হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খবির গাজী বলেন, জাতীয় পার্টি আমার উপর আস্থা রেখে সদর আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছে।

এখন আমাদের একমাত্র দায়িত্ব ঐক্যবদ্ধভাবে দলের প্রয়োজনে কাজ করা। পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শ ধারণ করে আমাদের সবাইকে ভোটারদের কাছে যেতে হবে।

ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে দেশ ও দশের স্বার্থে কাজ করতে হবে।

Share.
Exit mobile version