বিবি প্রতিবেদক
যশোরে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে ইউপি সদস্যের ছেলে মনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। গত ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার ছাতিয়ানতলা গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে এই ঘটনার পরে ১ ফেব্রুয়ারি রাতে কোতোয়ালি থানায় ভুক্তভোগী নারী মামলা করেন। আটক আসামি মনোয়ার হোসেন বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের দক্ষিণপাড়ার রকিব মেম্বরের ছেলে।
বাদী সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের সাহাপাড়ার বাসিন্দা। তিনি মামলায় উল্লেখ করেছেন, তার স্বামী তিন বছর ওমানে চাকরি করেন। দুইটি মেয়ে নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকায় আসামি প্রায় সময় তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতে থাকে। রাজি না হওয়ায় হুমকি ধামকি দেয়াসহ সুযোগ খুঁজতে থাকে। গত ২৮ জানুয়ারি দুপুরে মনোয়ার হোসেন তার বড় মেয়ে স্কুলে দাঁতের যন্ত্রণায় কান্নাকাটি করছে। সেই কথা শুনে আসামি মনোয়ারের মোটরসাইকেলে করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চিকিৎসা করানোর জন্য বাড়ি থেকে রওনা হলে ছাতিয়ানতলা ইউনাইটেড গার্লস স্কুল এন্ড কলেজের পিছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোটরসাইকেল থামিয়ে হাত ধরে পাশে কুল ক্ষেতের মধ্যে নিয়ে যৌন নীপিড়ন চালানোর চেষ্টা করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি মনোয়ার হোসেন দৌঁড়ে পালিয়ে চলে যায়। পরে এই ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ মনোয়ারকে আটকের পর আজ (শুক্রবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

Share.
Exit mobile version