বাংলার ভোর প্রতিবেদক
‘ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে’ যশোরে পালিত হয়েছে ‘প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দিবস ২০২৫’। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, “রেমিটেন্স যোদ্ধাদের সম্মান জানানো হচ্ছে, কারণ তারা দেশের বাইরে থেকে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারকে হঠাতে অবদান রেখেছেন।
সরকার তাদের ‘যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করে তাদের অবদানের স্বীকৃতি দিয়েছে।” তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরে এবং সমাজে তাদের প্রাপ্য সম্মান দেয়া উচিত। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইনস্ট্রাক্টর সিরাজুল ইসলাম, জুলাই যোদ্ধা আহাদ হোসেন এবং রেমিটেন্স যোদ্ধা রিনা খাতুন ও সফিয়ার রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থবছরে যশোরে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর জন্য দু’জনকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে।
সিঙ্গাপুর প্রবাসী রকি আহমেদ ১ কোটি ৯১ লাখ টাকা অগ্রণী ব্যাংকের মাধ্যমে দেশে পাঠিয়ে জেলার শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মাননা পেয়েছেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল করিম, যিনি ইসলামী ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ টাকা দেশে পাঠিয়েছেন।
Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version