বাংলার ভোর প্রতিবেদক

বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও আটকের প্রতিবাদে যশোর জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। বিক্ষোভ মিছিল থেকে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সাথে দেশব্যাপি বিএনপি নেতাকর্মীর নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয়।

Share.
Exit mobile version