বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ দুই ভাইকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পুরাতন পৌরসভা মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের দুই ভাই সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭) এবং রাব্বি হোসেন (২০)।

আটককালে সাজ্জাদুল ইসলাম রাসেলের কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, রাব্বি হোসেনের কাঁধে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয় আরও ৫ বোতল বিদেশি মদ। সর্বমোট ১১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আটক দুই ভাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version