বাংলার ভোর প্রতিবেদক
অবৈধ পথে আসা বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার রাত দেড়টার দিকে যশোরের বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে কার্গো ট্রাক ভর্তি এসব মালামাল জব্দ করে ৪৯ বিজিবির সদস্যরা। এ সময় কার্গোর চালক আব্দুল মালেক (৪৬) ও হেলপার অন্তর কর্মকারকে (২৯) আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রিপিস, ১০ হাজার ৬৯৩পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৭৪ হাজার ৪৫৫ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস, টায়ারসহ অন্যান্য মালামাল।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ভবেরবেড় ট্রাক টার্মিনালের সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৬১ হাজার টাকা। তিনি জানান, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে অধিক মুনাফা লাভের আশায় এসব মালামাল আনা হয়।  আটক চোরাচালানী মালামালসহ আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version