বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বসুন্দিয়ার হরিজন পাড়া থেকে রেক্টিফাইড স্পিরিট ও বিদেশিমদসহ রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা। শনিবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের হরিজনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় ঘর তল্লাশি করে ৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। ঘরের খাটের নিচে থাকা একটি বস্তা থেকে ওই পাঁচ কেজি স্পিরিট বের করা হয়। এ সময় আরও একটি বিদেশি মদের বোতলও পাওয়া যায়। পরে এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর সার্কেলের উপপরিদর্শক এসএম শাহীন পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, রেক্টিফাইড স্পিরিট এক প্রকার ওষুধ যা হোমিও চিকিৎসায় ব্যবহৃত হয়। কিন্তু রাজেন্দ্র কুমার বাঁশফোড় ওই এলাকার মানুষের মাঝে নেশা জাতীয় দ্রব্য হিসেবে বিক্রি করছিলেন। তাৎক্ষনিক একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি আরও জানান, রাজেন্দ্র কুমার বাঁশফোড় এলাকার চিহ্নিত মাদক কারবারী এবং সেবনকারী।

এদিকে, আদালত সূত্র জানায়, রাজেন্দ্র কুমার বাঁশফোড়কে আটকের খবরে স্থানীয় হরিজনরা একত্রিত হয়ে আদালত চত্বরে হাজির হয়। আদালতের সামনে তারা রাজেন্দ্রকে ছাড়ার জন্য আকুতি জানায়। এবং শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে তার জামিন প্রার্থনা করেন। রাজেন্দ্র কুমার বাঁশফোড় পক্ষের আইনজীবী জানান, শারদীয় দুর্গোৎসবের বিষয়টি বিবেচনা করে আদালত আসামিকে একদিনের অন্তর্বর্তীকালিন জামিন দিয়ে মঙ্গলবার তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version