বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ”।

বিএসটিআই যশোরের উপ -পরিচালক আসলাম শেখের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই জনজীবনে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বক্তব্যে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং সকল ক্রেতা ও বিক্রেতাগণকে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ওজন ও পরিমাপে সঠিকতা রক্ষা এবং পণ্যের গুণগত মান নিশ্চিত রেখে পণ্য কেনা বেচার করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি তার বক্তব্যের শুরুতেই যশোর জেলায় বিএসটিআই’র আঞ্চলিক কার্যালয় স্থাপন হওয়ায় বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি যশোর জেলার বিভিন্ন বাজার ও পেট্রোল পাম্পের ওজন ও পরিমাপের সঠিকতা যাচাইয়ের জন্য গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, যশোর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version