বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার বড়বাজারের এইচএমএম রোডের এনসি স্টোর ও নিউ এনবি ট্রেডার্স নামে প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য এই জরিমানা করা হয়। এনসি স্টোরকে ২ হাজার ও নিউ এনবি ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। তিনি বলেন, দোকানে মূল্য তালিকা না থাকা এবং পণ্য সম্পর্কে ভুল তথ্য প্রদানসহ বিভিন্ন অনিয়মের কারণে ৩৮ ও ৫১ ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version