বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার বিকেলে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, এদিন বিকেলে শহরের দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানটি পরিচালিত হয় বিকেল ৪টা নাগাদ যশোর মডেল থানাধীন রেলস্টেশন এলাকায়। এই অভিযানে মো. পান্না (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে তিন নং পানির ট্যাংক তেঁতুলতলা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিএনসি’র উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনের ভিত্তিতে, জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. পান্নাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন।
এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় অভিযানটি চালানো হয় যশোর মডেল থানাধীন তপসীডাঙ্গা কামারপাড়া এলাকায়। অভিযানে হুসাইন হাসান (২২) নামে এক যুবককে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হুসাইন হাসানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
