বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এবার যাত্রীবাহী বাস তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। অবৈধভাবে ওই মদ বহনের অভিযোগে আসিফ হাসান (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আসিফ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার জিয়া শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, গত সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সূত্রে জানতে পারেন ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৫৯) একটি বাসে করে মাদকদ্রব্য যশোরে আনা হচ্ছে। সংবাদ পেয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাদের একটি টিম যশোর-মাগুরা সড়কের ইছালী রাজাপুর গ্রামের একটি মাদরাসার সামনে অবস্থান নিয়ে ওই বাসটি থামানো হয়।

পরে বাসে উঠে বি-১ নম্বর সিটে বসা আসিফ হাসানকে আটক করা হয়। তার কাছে ও পায়ের নিচে থাকা তিনটি স্কুল ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

এর আগে ২৫৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছিল। সে সময় প্রাইভেটকার চালককে আটক করা হয়। এই ঘটনার প্রায় ১৫ দিন পর যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ আসিফ হাসানকে আটক করা হলো।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version