বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ওহিদুল ইসলাম নামে এক যুবককে মারপিটে জখমের ঘটনার দুই সপ্তহ পর মামলা হয়েছে। আহত ওহিদুলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালি থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আহত ওহিদুল বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার আফজাল হোসেনের ছেলে। আসামিরা হলেন, বারান্দী মোল্লাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহারাজ (২৬), বাবুর ছেলে মনিরুল (২২), হুমায়ুনের ছেলে এনএম রাকিব (২০)। এছাড়া ২/৩জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওহিদুলের সাথে আসামিদের আগে থেকে শত্রুতা চলে আসছিল। সে কারণে তাকে বিভিন্ন সময় খুন জখমের হুমকি দিয়ে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ওহিদুল কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডেইজি মেম্বারের বাড়ির সামনে পৌছালে আসামিরা তার পথরোধ করে। পরে তাকে জিআই পাইপ মারপিট করে রক্তাক্ত জখম করে। তার কাছে থাকা সাড়ে ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ওহিদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগ দেয়ার পর দুই সপ্তাহ পর থানা পুলিশ মামলা রেকর্ড করে।

Share.
Exit mobile version