বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১১টি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় ইকবাল খান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার দুপুরে যশোর সদর পুলেরহাট আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথবাহিনীর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর মোস্তারি মারুফ শাহরিয়ার (২-ইবি)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া বাজার এলাকার ইকবাল খানের বাড়িতে তল্লাশি চালানো হয়। তিনি ওই এলাকার মৃত গহর আলী খানের ছেলে। তল্লাশির একপর্যায়ে বাড়ির পেছনে অবস্থিত একটি পরিত্যক্ত ঘর থেকে ১১টি ককটেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ইকবাল খানকে বিকেলে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
