চুড়ামনকাটি সংবাদদাতা
শনিবার সন্ধ্যা রাতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।  এ সময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। শাকিল হোসেন ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত  বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে  নিজে উপস্থিত থেকে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝেতে পুতে রাখা অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে কি ধরনের পিস্তল তা এখনি বলা মুশকিল বলে জানান।
এদিকে, এলাকাবাসী জানিয়েছে উদ্ধার পিস্তলটি বিদেশি।
শাকিলের মা সখিনা বেগম জানান, পুলিশ আমার বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটা পিস্তল উদ্ধার করেছে। তিনি আরো জানান, এক সপ্তাহ আগে আমার ছেলে রান্নাঘরে ওই পিস্তলটি পুঁতে রাখে। বিষয়টি আমি জানলেও মারপিট করার ভয়ে কাউকে কিছু বলতে পারিনি।
এ বিষয়ে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ শাকিল এলাকায় চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।

Share.
Exit mobile version