বাংলার ভোর প্রতিবেদক
‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’ সাহায্য সংস্থার ব্যবস্থাপনায় ‘মা ইন্টারন্যাশনাল’র অর্থায়নে যশোর অঞ্চলের ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রি ও শীতের পোশাক বিতরণ এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
যশোর সদরের কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মা ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার ম্যানেজার সাহির ইশতিয়াক প্রধান অতিথি হিসেবে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রি ও শীতের পোশাক বিতরণ করেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করেন।
ইমপেক্ট ইনিশিয়েটিভ’র সিইও এনায়েত হোসেন জাকারিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোয়ার হোসেন, সংস্থার জেলা সহকারী প্রতিনিধি সাহজুর রহমান, সাজিদ হোসেন, শিবলী, রাকিবুল হক রিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি তার বক্তৃতায় সংস্থার কার্যক্রম বর্ণনা করেন এবং এতিম শিশুদের এই কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় দিনব্যাপি তিনি সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
