বাংলার ভোর প্রতিবেদক

স্কুলছাত্রী ফারিহাকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ এনে দ্রুত বিচার এবং নিরাপদ সড়ক ব্যবস্থাপনার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বৃহত্তর খাজুরার ছাত্র জনতার ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বৃহত্তর খাজুরা এলাকার ছাত্র জনতা অভিযোগ করেন, স্কুলছাত্রী ফারিহাকে ইচ্ছাকৃতভাবে বাসচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ফারিহার একটি পা কেটে বাদ দিতে হয়েছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নিয়ে পাঁচদিন চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস মালিক কর্তৃপক্ষ ফারিহার পরিবারকে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করেনি। এমনকি একটি বারের জন্যও শারীরিক অবস্থার খোজ খবর নেয়নি। চালক ও হেলপারের কারণে একজন সম্ভাবনাময়ী শিক্ষার্থী এমন ভাবে অকালে চলে গেল।

মানববন্ধন থেকে বক্তারা ঘাতক বাসের চালক ও হেলপারের বিচারসহ নিরাপদ সড়কের জোর দাবি জানান। একইসাথে, শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

মানববন্ধনে নিহত ফারিহার বড় ভাই জোবায়ের হোসেন জিতু, চাচা কামরুল ইসলাম, এবং শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শামীম হোসেন, তানভীর রহমান, আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘ফারিহা হত্যার বিচার চাই’, ‘বোন হত্যার বিচার চাই’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘শিক্ষার্থীদের হাফ ভাড়া চাই’ সহ নানা স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়।বক্তারা দ্রুততম সময়ে ফারিহা হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version