বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সড়ক দূর্ঘটনায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল অনুমানিক সাড়ে আটটার দিকে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া মসজিদের পাশে দুর্ঘটনার শিকার হন তিনি। আব্দুল মান্নান পেশায় একজন ভ্যান চালক ও চাঁচড়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের স্বজন আবুল হাসান জানান, তিনি সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বাড়ি থেকে কয়েক গজ দূরে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন দিক থেকে অজ্ঞাতনামা মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শাকিরুল আলম পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Share.
Exit mobile version