বাংলার ভোর প্রতিবেদক
সড়ক-মহাসড়কের দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনব প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়েছে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি সাংবাদিক শহিদ জয়কে।
বুধবার দুপুরে যশোর শহরতলীর খোলাডাঙ্গা আল ইমান নুরানিয়া হাফিজিয়া মাদরাসায় সামাজিক সচেতন সংস্থা (সাসস)’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক আশরাফুল আজাদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সামাজিক সচেতন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম, যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা, স্থানীয় মসজিদের ইমাম আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠানে কেক কেটে সাসসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় সড়ক দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ অবদান রাখায় সাংবাদিক শহিদ জয়কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এতিম শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, অনেকদিন যাবৎ সাংবাদিক শহিদ জয়, খুলনা বিভাগসহ বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়কের বিভিন্ন মাইলফলক, সিগনাল বোর্ড, সাইনবোর্ডসহ গুরুত্বপূর্ণ বোর্ডগুলো পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version