বিবি প্রতিবেদক
যশোর সদরের আরবপুর মাঠপাড়া পূজা উদযাপন কমিটির আয়োজনে ৩ দিনব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ৩, ৪ ও ৫ মার্চ, ২০২৪ তারিখে আরবপুর মাঠপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে এই মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।
নামযজ্ঞ পরিবেশন করবেন, বিষ্ণু প্রিয়া অষ্টসখী সম্প্রদায় সাতক্ষীরা, রায় বিনোদিনী সম্প্রদায় ডুমুরিয়া খুলনা, গৌর হরি সম্প্রদায়, খুলনা, নব ভাই-বোন সম্প্রদায় সাতক্ষীরা, গৌর নিতাই সম্প্রদায় রাজগঞ্জ মণিরামপুর, অধিবাস কৃত্তনিয়া আরবপুর মাঠপাড়া যশোর।
৩ মার্চ ভাগবত পাঠ ও নামযজ্ঞের অধিবাস, ৪ মার্চ ভোর হতে বিরামহীন অষ্টপ্রহর নামকিত্তন পরিবেশন করা হবে ও ৫ মার্চ দুপুরে মহাপ্রভুর ভোগ এবং রাতে লীলা কিত্তন পরিবেশন হবে।

Share.
Exit mobile version