বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউণ্ডেশন দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মুহম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ব্যবসায়ী সমাজের উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যবসায়ীদের ভূমিকা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসা আরও সম্প্রসারণ করতে হবে।
আইবিডব্লিউএফ যশোরে সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় এন সি কমিটির সদস্য ও সভাপতি ডি সি এস আমিনুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার সভাপতি আবুল কালাম আযাদ, বাঘারপাড়া উপজেলার সভাপতি ওমর ফারুক, মণিরামপুর উপজেলার সভাপতি আবুল হোসেন, যশোর শহর সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান ও শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি ইয়ানুর রহমান ও মীর খালিদুর রহমান মুরাদ, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম, কোষাধ্যক্ষ কুতুব উদ্দীন ও প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর কবির সহেল।
শিরোনাম:
- যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর
- বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার পরিবর্তন আসবে
- বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে বেনাপোল পৌর বিএনপির উঠান বৈঠকে : মফিকুল হাসান তৃপ্তি
- তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন
- মনিরামপুরের গোপালপুরে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
- দেশ রক্ষায় জনগণকে ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে – শিমুল বিশ্বাস
- কমরেড গুলজার না ফেরার দেশে!
- প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাংলার ভোর, সত্য প্রকাশে অবিচল থাকার প্রত্যয়

