বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ফতেপুর ইউনিয়নের এনসিপির সংগঠক এনামুল কবীরের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার বিকেলে শহরের দড়াটানায় ভৈরব চত্বরে এই সংক্ষিপ্ত আলোচনা শেষে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারি আশা লতা, যুবশক্তি যশোরের আহবায়ক ইমদাদ হোসেন, সদস্য সচিব ফারিন আহমেদ, যুগগ্ম সদস্য সচিব ইবনে সাহাফ, খালিদ হোসেন, মো, নাদিম, মুখ্য সংগঠক সোহানুর রহমান সোহান, সংগঠক তাসকিন আহমেদ রিয়াজ, এনসিপি যশোরের সদস্য আসমা খাতুন, এস কে সোহান প্রমুখ।

এনসিপি যশোরের প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান বলেন, যশোরে ইতিমধ্যে তিনটা ঘটনা ঘটেছে। জুলাইযোদ্ধাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা এখন বিএনপির সাথে মিশে গিয়ে এই সব হামলা করছে। প্রশাসেকে বলব দ্রুত সময়ের মধ্যে এনামুল কবীরের উপর হামলাকারিদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

Share.
Exit mobile version