বাংলার ভোর প্রতিবেদক
যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে যশোর জেলার আয়োজনে ১৮৬ জন শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান পূর্বে আলোচনায় আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী বরকত আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাসানুল বারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা আব্দুস সামাদ, সাবেক পরিচালক সালেহ আহম্মেদ, প্রভাষক শামসুজ্জামান, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল, সদস্য সচিব আহমেদ ইব্রাহীম, সাবেক পরিচালক অ্যাডভোকেট আব্দুর রহমান, কামরুজ্জামান শিহাব, নূরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য এম এ মামুন।
##

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version