বাংলার ভোর প্রতিবেদক

যশোর জিলা স্কুলের জনপ্রিয় শিক্ষক মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে যশোরের বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে অবসরে যাওয়া মহিউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, যশোর জিলা স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ ১ এপ্রিল রাতে যশোর শহরের নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার ভোরে ঢাকা থেকে তার মরদেহ যশোরে নিয়ে আসা হয়। দুপুর আড়াইটার দিকে যশোর জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এখানে যশোর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা প্রয়াত এ শিক্ষককে শেষ শ্রদ্ধা জানান। এরপর বেজপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version