বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর। আজ রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট ও অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।

সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট গোলাম মোস্তফা ও বাসু দেব বিশ্বাস ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে রিনা আখতার মিলি, গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন ।

এছাড়া কার্যকরী সদস্য পদে রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০, শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version