বাংলার ভোর প্রতিবেদক

যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল, প্রচুর পরিমান সাদা কাগজ ও একটি কাভার্ড ভ্যানসহ হেলপার দ্বীপ কুমার বিশ^াসকে আটক করেছে। আটক দ্বীপ কুমার বিশ্বাস যশোরের বেনাপোলের উত্তর কাগর পুকুর গ্রামের বাসিন্দা। আটক মালামালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে এস আই মুরাদের নেতৃত্বে এস আই রইস এ এস আই ইমদাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম ঝিকরগাছা কীর্তিপুর ট্রাক টার্মিনালের সামনে থেকে কাভার্ড ভ্যানসহ দ্বীপ কুমার বিশ্বাসকে আটক করে। এ সময় দ্বীপের স্বীকারোক্তি অনুযায়ি কাভার্ড ভ্যানের পিছনের ছিটের বক্সের ভিতর থেকে ২শ ৫০ বোতল ফেনসিডিল আটক করে। ফেনসিডিল গুলি দুটি বস্তার মধ্যে রাখা ছিল। একই স্থান থেকে ১৪ রিল পেপার উদ্ধার করা হয়। অবৈধ মালামাল বহনের কাজে ক্যাভার্ড ভ্যান ব্যবহার করায় সেটিও আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

Share.
Exit mobile version