বাংলার ভোর প্রতিবেদক
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার অভ্যন্তরীণ হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শহরের আরবপুর মোড়ে অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা জোনের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা খুলনা শাখার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল মমিন, হুফজুল কুরআন ফাউন্ডেশন খুলনা জোন-২ এর সেক্রেটারি মাওলানা মীর মোহর আলী, সদস্য জাহিদুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার প্রিন্সিপাল মাওলানা আজমল হুসাইন, শাখা প্রধান মওলানা হাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, যশোর শাখার সহকারী মাওলানা মাহমুদুল হাসান, আমীনুল হিফয মাসুদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন।

অভ্যন্তরীণ হিফযুল কুরআন প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে ৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ২৯ জনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version