বাংলার ভোর প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-৬ যশোরের সদস্যরা সোমবার পৃথক অভিযান চালিয়ে তিন হাজার দুইশত সত্তর পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার ও এক নারীসহ তিনজনকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর মাদকবিরোধী অভিযান চালিয়ে বাঘারপাড়া থেকে তিনশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯ টার দিকে বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমমুদপুর পশ্চিমপাড়ায় আটক ফয়সাল রেজার বাড়িতে অভিযান চালিয়ে তিনশ’ পিস ইয়াবা উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা করেছেন অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন।
অপরদিকে একই দিন সকাল সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার বাগুড়ী বেলতলা বাজারে তিন রাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে র্যাব সদস্যরা।
এ সময় মোটরসাইকেল আরোহী বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি (৪২)কে আটকের তাদের কাছ থেকে দুইহাজার নয়শত সত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব সূত্র।
