বাংলার ভোর প্রতিবেদক
যশোর রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের সুবিধার জন্য ৮ জোড়া (১৬টি) উন্নত মানের বেঞ্চ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে সোমবার সকালে এই বেঞ্চগুলো স্টেশনে স্থাপন করা হয়। এই ৮ জোড়া বেঞ্চে মোট ৪৮ জন যাত্রী বসতে পারবেন।

এই নতুন বেঞ্চগুলো স্থাপন করায় বিশেষত বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং শিশুদের ট্রেনের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তারা এখন স্বাচ্ছন্দ্যে বসে বিশ্রাম নিতে পারবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের অর্থায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই বেঞ্চগুলো বিতরণ করা হয়।

বেঞ্চ বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, স্টেশন মাস্টার আয়নাল হাসান, সহকারি নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ, সহকারী ইঞ্জিনিয়ার তৌহিদ সুমন এবং রেলওয়ে ইন্সপেক্টর (খুলনা) নাইম আহমেদ প্রমুখ।

যাত্রীসেবার মান উন্নয়নে জেলা প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version