কাজী নূর
যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামকে সংস্কার করে আধুনিকায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দীন স্টালিন।

এ সময় তিনি যশোর শিল্পকলার কালচারাল অফিসার জসিম উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, আমি সব সময় যশোরের মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। আমি কাউকে না বলতে পারি না। আমার ভালোবাসার জায়গা থেকে সবার জন্য আমি কাজ করি।

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক গুণীজন সম্মাননা ও নাটক চম্পাবতীর পালা মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কবি রেজাউদ্দীন স্টালিন। শিল্পাঙ্গন যশোরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পর্ষদ- ২০২৫ এর আহবায়ক হাসান হাফিজুর রহমান।

সরকারি মাইকেল মধুসূদন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান প্রফেসর জিল্লুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে নাট্যজন মহিউদ্দিন লালুকে দীর্ঘ সময় দেশের নাটক জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়, সঙ্গীতে পন্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দোপাধ্যায়কে ও নৃত্যে ওস্তাদ জন সঞ্জীব চক্রবর্তীকে সম্মানীত গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করে শিল্পাঙ্গন যশোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি কাসেদুজ্জামান সেলিম ও কবিতা পাঠ করেন শ্রাবণী সুর।
পরে একই মঞ্চে নাটক চম্পাবতীর পালা মঞ্চস্থ হয়। বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।

Share.
Exit mobile version