বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁশিনূর নাহার ঝুমুর নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের আনোয়ার হোসেন বিপুল পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট, কাপপিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট, আনারস প্রতীকের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৫৪৬ ভোট, শালিক প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৯ হাজার ৯০৪ ভোট, জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫০৬ ভোট, আ.ন.ম আরিফুল ইসলাম ৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ৮৩ হাজার ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের কামাল খান ৪৫ হাজার ২৫৩ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের জাহিদুর রহমান ৩৭ হাজার ৬৭৫ ভোট, চশমা প্রতীকের শাহজাহান কবীর শিপলু ২৪ হাজার ৫৭৪ ভোট, উড়োজাহাজ প্রতীকের মনিরুজ্জামান পেয়েছেন ৯ হাজার ৯৯৫২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে বাশিনূর নাহার ঝুমুর এক লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জ্যোৎস্না আরা মিলি পেয়েছেন ৫৫ হাজার ১৫ ভোট ও হাঁস প্রতীকের শিল্পী খাতুন পেয়েছেন ৩২ হাজার ১৫৮ ভোট।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version