শ্যামনগর সংবাদদাতা
ভোট নিয়ে নিরাপত্তার কোন শংকা নেই। এবারের ভোটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে সক্রিয় থাকবে। দেশের মালিকরা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক অবস্থা মিলিয়ে সকলের অংশগ্রহণে এবারের নির্বাচনের দিনটি হবে অত্যন্ত উৎসবমুখর। সাতক্ষীরার শ্যামনগরে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশে কথাগুলো বলেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফরোজা আখতার।
সহকারী রিটার্নিং অফিসার ও মহিলা বিষয়ক অধিপ্তর শনিবার বিকেল তিনটায় উপজেলার ৬৯ নং বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশের আয়োজন করে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, ১৪শ’র বেশি মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার ছাত্র-তরুণ-সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। আগের ধারা যেন আবারও ভবিষ্যত প্রজন্মের জীবনে ফিরে না আসে সেজন্য দেশের প্রকৃত মালিক এই সাধারণ মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ সময় তিনি শ্যামনগরের প্রতিটি ভোটারের প্রতি ইতিহাসের স্বাক্ষী হওআর আহবান জানান।
নারীদের পিছিয়ে রেখে দেশের অগ্রগতি সম্ভব না- উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রে কিংবা পথিমধ্যে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালতে জানাবেন। সাক্ষী প্রমাণ নিয়ে ঘটনাস্থলে আদালত বিচার করে সেই অপরাধীর সাজা নিশ্চিত করা হবে।
নির্বাচনের চারদিন আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে জানিয়ে তিনি আরও বলেন, চলাচলে অক্ষম ব্যক্তিরা ন্যুনতম ২ বছর বয়সী নিকটতম কোন স্বজনের সহায়তায় ভোট দিতে পারবে, কিন্তু কোন প্রার্থীর এজেন্টের সহায়তা নিতে পারবে না।
গণভোটের বিষয়টি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, দেশের চাবি এখন জনগনের হাতে। তাই সংস্কারের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেয়ার অধিকারী। বুথে প্রবেশের পর দু’টি ব্যালট দেয়া হবে- জানিয়ে তিনি আরও বলেন নির্দিষ্ট ব্যালট তার জন্য নির্ধারিত দুটি বাক্সে ফেলতে হবে।
শিরোনাম:
- যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
