বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক পিকনিক ও মিলনমেলা শনিবার দিনব্যাপি শহরতলীর রামনগর ক্ষণিকা পিকনিক কর্নারে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের দিনব্যাপি এ মিলনমেলায় যশোরের সংবাদপত্র জগতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি শেখ দিনুর আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সংগঠনের উপদেষ্টা ও লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাবুদ্দীন আহমেদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিরোনাম:
- যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
