শামনগর সংবাদদাতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের বলেন আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার সাথে দেখা করতে কারো সুপারিশ বা সহযোগিতা লাগবে না।
শনিবার বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আটুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন,সুন্দরবন নির্ভরশীল সকল জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করবো। প্রাকৃতিক দুর্যোগে উপকুলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক মাছ চাষি সহ কাঁকড়া চাষীদের কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা প্রাপ্তি নিশ্চিত করবো।
এর আগে ড. মনিরুজ্জামান নওয়াবেকি বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে সালাম বিনিময় সহ ধানের শীষের পক্ষে জনসংযোগ করেন। এ জনসভায় আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান, এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবির, সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু সহ শ্যামনগর উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ সকল অংগ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সঞ্চলনায় ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর।
শিরোনাম:
- যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
- রাজারহাটে ট্রাকচাপায় প্রাণ কোম্পানির কর্মী নিহত
- ভোটে উৎসবমুখর দিন হবে ইনশাআল্লাহ : সাতক্ষীরা রিটার্নিং কর্মকর্তা
- নির্বাচিত হলে দেখা করতে মিডিয়া লাগবেনা : ড. মনিরুজ্জামান
- যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের পিকনিক অনুষ্ঠিত
- আমি নির্বাচিত হলে মাদক মুক্ত ও খাল খনন করবো : হাবিব
- ‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’
- সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা
