সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস চত্বরে এসেট প্রকল্পের অর্থায়নে এবং পলিটেকনিক ইনস্টিটিউটের বাস্তবায়নে অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তব্য পাঠ করেন ইলেক্ট্রনিক্স চিফ ইনস্ট্রাক্টর মাছুম বিল্লাহ।
প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক (উপসচিব) মিজানুর রহমান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে। পলিটেকনিকের শিক্ষার্থীদের গুরুত্বের সাথে প্রশিক্ষণ নিতে হবে। শুধু সনদ বা সার্টিফিকেট নয়, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, যশোর সরকারি সার্ভে ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. এম এম নজমুল হক, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, প্রেমী পাওয়ার ইণ্ডাস্ট্রির চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে অতিথিরা চাকরি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। চাকরি মেলায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করেন। এদিন এখানে ২৩ জন তাৎক্ষণিক চাকরি লাভ করেন। এর পূর্বে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আজিজুর রহমান ফেস্টুন উড়িয়ে চাকরি মেলা উদ্বোধন করেন। এ সময় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চিফ ইন্সট্রাক্টর সিদ্দিক আলি।
