বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে রবিন কুমার পাল ও সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে শহরের বেজপাড়া  পূজা সমিতি মন্দির প্রাঙ্গণে সম্মেলন হয়। শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।

কাউন্সিলরদের ভোটে নির্বাচন করা হয় নতুন নেতৃত্ব। সভাপতি পদে রবিন কুমার পাল পেয়েছেন ৬৮ ভোট। একই পদে প্রতিদ্বন্দ্বি গৌতম কর্মকার ৫৭ ও অসীম কুমার মন্ডল পেয়েছেন ৫০ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রশান্ত কুমার সরকার পেয়েছেন ৬৯ ভোট। প্রতিদ্বন্দ্বি সঞ্জয় কুমার জোয়ারদার পেয়েছেন ৬৮ ও অশোক কুমার বোস পেয়েছেন ৪১ ভোট।

সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  তপন কুমার ঘোষ। সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ চন্দ্র ঘোষ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুজা উদযাপন পরিষদের সহসভাপতি  অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস,  শ্যামল দাশ সিআইপি, সুখেন মজুমদার, অ্যাড. প্রশান্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য ও পূজা উদযাপন পরিষদ যশোর পৌর কমিটির সাধারণ সম্পাদক  উৎপল কুমার ঘোষ। সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার।  সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবিন কুমার পাল।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version