বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘জীবাশ্ম জ্বালানিকে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সনাক যশোর এ মানববন্ধনের আয়োজন করে। সনাক, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় অংশিজনরা অংশ নেন।

সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহীন ইকবাল। আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট কামরুন্নাহার কনা, অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক এম. এ. গফুর ও শেখ রফিকুল ইসলাম নয়ন।

সনাক সদস্য স্বপ্না দেবনাথের সঞ্চালনায় কর্মসূচিতে দিবসের ধারণাপত্র পাঠ করেন ভূমি বিষয়ক এসিজি সদস্য মোসা. রহিমা খাতুন। এ সময় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানিতে কার্যকর রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি অংশীজনদের বিবেচনার জন্য টিআইবির ৯টি সুপারিশ তুলে ধরা হয়।

Share.
Exit mobile version