বাংলার ভোর প্রতিবেদক
যশোর সাহিত্য পরিষদ কার্যালয় জুড়ে নতুন প্রাণের স্পন্দন। কবি, সাহিত্যিক, আবৃত্তি শিল্পীসহ সাংস্কৃতিক প্রেমীদের মিলনমেলা। উপলক্ষ সংস্কারোত্তর কার্যালয় প্রবেশ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান।

বৃহস্পতিবার সন্ধ্যায় এই মহতি আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। পরিষদের সভাপতি ইকবালের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতাদের অন্যতম কবি আব্দুর রব। বক্তব্য রাখেন ও কবিতা আবৃত্তি করে শোনান সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, কবি নান্নু মাহাবুব, দিপংকর দাস রতন, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কবি মাহমুদা রিনি, শাহেদ নওয়াজ, মামুন আজাদ, সাদি তাইফ, উত্তম চক্রবর্তী, আজিমুল হক প্রমুখ। সঞ্চালনা করেন মাজেদ নওয়াজ।
এর আগে অতিথিদের ফুল আর চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর একেএম হাসানুর রহমান আসাদ, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ছড়াকার রিমন খাঁন, সাংবাদিক সাজেদ রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে।

Share.
Exit mobile version