বাংলার ভোর প্রতিবেদক
যশোর স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে যশোরের সবচেয়ে বৃহৎ বেসরকারি বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় যশোরের ৩টি কেন্দ্রে ৩য় শ্রেণী থেকে ১০ শ্রেণীর সর্বমোট তিন হাজার দুইশত একুশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফাউণ্ডেশনের চেয়ারম্যান আহমদ ইব্রাহীম শামীম বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনে প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার যশোরের ৩টি কেন্দ্রে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা সংক্রান্ত সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি এর সাথে যুক্ত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সকলকে ধন্যবাদ জানান।

Share.
Exit mobile version